প্রধান শিক্ষক

জিনপ্রিয় বড়ুয়া

প্রধান শিক্ষক


প্রধান শিক্ষকের পরিচিতিঃ 
প্রধান শিক্ষক জনাব জিনপ্রিয় বড়ুয়া এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পৈতৃক নিবাস পটিয়া থানার অন্তর্গত ভান্ডারগাঁও গ্রামে। তিনি ১৯৯০ সালে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০১৩ সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করে অদ্যাবধি দায়িত্বে নিয়োজিত আছেন। তিনি ইংরেজি সাহিত্যে এম.এ এবং পরবর্তীতে এম.এড ডিগ্রি অর্জন করেন। ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহের উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এর সম্মাননা অর্জন করেন।  


অভিভাবকদের প্রতি

কিছু কথা

 

“উষর মরুর ধূষর বুকে, ছোট্ট যদি শহর গড়ো

একটি শিশু মানুষ করা তার চাইতে অনেক বড়”

 

মানব সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলা, মরুভূমিতে শহর গড়ার চাইতেও কঠিন কাজ। শিক্ষকতায় নিয়োজিত থেকে মানব সন্তান নিয়ে কাজ করতে গিয়ে এই সত্যটি উপলব্ধি করতে সক্ষম হয়েছি। আপনার সন্তান মানুষ করতে এখানে শিক্ষক হিসাবে আমাদের ভূমিকা যত, অভিভাবক হিসাবে আপনার ভূমিকাও কোন অংশে কম নয়। ইংরেজীতে একটি কথা আছে- Education is the backbone of a nation. Teacher's & Guardian are the civilization. সভ্যতার বিনির্মাণে শিক্ষার ভূমিকার কথা আজ বলে বোঝানোর দরকার পরে না। এটা শ্বাসত সত্যের মতই প্রমানিত। শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে আজ সকলকে এগিয়ে আসতে হবে। আমার আপনার বেড়ে উঠার ধরণ আপনার সন্তান বা এই প্রজন্মের শিশুটির বেড়ে উঠা কিন্তু এক নয়। এই সত্যটি আজ বুঝতে হবে। তার বুদ্ধির উন্মেষের সাথে সাথে সে যেসকল আধুনিক প্রযুক্তির সান্নিধ্য আসে আমার আপনার সেই জীবনে এটা নিছক কল্পনার বিষয় ছাড়া কিছুই ছিল না। তাই তার জানার ক্ষেত্র যেমন ব্যাপক ও বিস্তৃত, তেমনি বিপদগামী হওয়ার সুযোগও অবারিত।

 

তাই আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে সময় দিন, তাকে নিয়মিত স্কুলে পাঠান, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তাকে বোঝার চেষ্টা করুন তার কোন অসঙ্গতি দেখলে আমাদের সাথে শেয়ার করুন, আমরা ও অনুরূপ প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে । চলুন আমরা শিক্ষক-অভিভাবক মিলে দীপ্ত শপথ নিই আমরা দেশকে এমন একটি প্রজন্ম উপহার দেব যারা দেশের সকল উন্নয়ন অগ্রগতিতে নেতৃত্বদানের উপযোগী হবে এবং যারা হবেন যুক্তিবাদী, নীতিবান, নিজের এবং অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কুসংস্কারমুক্ত, পরমতসহিষ্ণু, অসাম্প্রদায়িক, নৈতিক, দেশপ্রেমিক ও কর্মকুশলী নাগরিক যারা ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে।


প্রধান শিক্ষক

খাসখামা বালিকা উচ্চ বিদ্যালয়